গতকাল ১৯ ই মে রবিার সকাল ৯টার কিছু সময় পরে বাংলাদেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দলীয় নেতৃবৃন্দ নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময়ে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দসহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।