ইসরাইলি বাহিনী গণহত্যা করছে না এবং গাজা উপত্যকায় যা হচ্ছে সেটা গণহত্যা নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন। গতকাল মঙ্গলবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সমালোচনা জোরালোভাবে প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন সোমবার বলেছেন, ইসরাইলি বাহিনী হামাসের বিরুদ্ধে গাজায় তাদের সামরিক অভিযানে গণহত্যা চালাচ্ছে না।’ হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে বাইডেন বলেন, ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এই দাবি প্রত্যাখ্যান করি।’ বাইডেন তার নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন স্থানে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়ছেন। যেসব বিক্ষোভকারীরা ইসরাইলের প্রতি বাইডেনের অবিচল সমর্থনের জন্য তাকে ‘গণহত্যা জো’ হিসাবে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে। এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরো ৭৯ হাজার ৬৫২ ফিলিস্তিনি। সূত্র : রয়টার্স