বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। গত সোমবার (২৮ মে) নগরীর একটি মিলনায়তনে ১২০ জন শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ডের) সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক মো: শফিউল্লাহ। সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, তোমাদের এ কৃতিত্বের সম্পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত মহান রব আল্লাহর কাছে। এই সফলতায় তোমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তোমাদের মেধা ও যোগ্যতার সমন্বয়ে তেমনই একটি কুসুম কানন উপহার দিতে চায়। তোমাদের মতো স্বপ্নচারী প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিকরূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির তোমাদের সফলতার পথে একটি আলোকবর্তিকা ন্যায়, একই সাথে তোমাদের সহযাত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়।
বিশেষ অতিথির বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, শিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ গড়া। ছাত্রশিবির তোমাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক বিভিন্ন উপহারসামগ্রী,বই প্রদান করা হয়।
উল্লেখ্য, ছাত্রশিবির প্রতি বছরের ধারাবাহিকতায় যারা মেধার স্বাক্ষর রাখেন সেই অদম্য মেধাবীদের ও কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পর্যায়ে সংবর্ধনার আয়োজন করে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com