গতকাল শনিবার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে খিয়ালী কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাশরুহুল আলম জাকি, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান, সিএইচসিপি ফরহাদ হোসেন প্রমুখ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য এ দিন উপজেলার ১৪৪টি কেন্দ্রে এক যোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার উপজেলায় মোট ১৯ হাজার ৫৫০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা ১৭ হাজার ৫০০ জন। ৬ থেকে ১১ মাস বয়সের শিশুর সংখ্যা ২ হাজার ৫০জন।