শনিবার, ১৫ জুন ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের এবারের ঈদ

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েক বছরের মতো এবারও ঈদুল আজহার দিন কাটাবেন তার গুলশানের বাসভবন ফিরোজায়। ঈদের রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটি সদস্যগণ তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে লন্ডনে আছেন। তিনি সেখানে ঈদের নামাজ আদায় করে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁও তার নিজ এলাকায়। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। মহাসচিব ঈদের পরদিন ঢাকায় ফিরে আসবেন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও বেগম সেলিমা রহমানও ঈদুল আজহার দিন কাটাবেন ঢাকায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন আছেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকায় অবস্থান করবেন। ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে আমেরিকায় আছেন এবং তারা সেখানেই ঈদ উদযাপন করবেন। বিএনপির আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে আছেন। এছাড়া আরেক নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে অবস্থান করছেন।
ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায়। এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com