সোমবার, ০১ জুলাই ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

গলাচিপায় ইউএনও সম্মাননা অ্যাওয়ার্ড সংবর্ধনা পেল ৭০ মেধাবী শিক্ষার্থী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শিক্ষায় সম্মান, অশিক্ষায় অপমান, শিক্ষাই অগ্রগতির সোপান। বর্তমান বিশে^ স্মার্ট ও সুনাগরিক হওয়ার প্রেরণা যোগাতে শিক্ষার্থীদের অগ্রগতি ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে, ২০২৪ এস.এস.সি-দাখিল পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অ্যাওয়ার্ড সহ সনদ প্রদান করলেন গলাচিপা উপজেলা সুযোগ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। গলাচিপা অফিসার্স ক্লাবে সোমবার/২৪ জুন বিকাল ৪ টায় প্রগতি যুব ফাউন্ডেশন ও মানব কল্যান প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার অধিক মেধা তালিকার মধ্যে ৭০ জন শিক্ষার্থী ও ১০ জন মানবিক কাজে মানবিক কল্যানে যুবক-যুবতীকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, প্রগতি যুব ফাউন্ডেশনের প্রতিনিধি ফারহানা মিশু টুম্পা, মো. জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তৌফিক হাসান তাজ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধিজন সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য যে, শিক্ষার্থী ও মানব কল্যানে ইউএনও ও অ্যাওয়ার্ড সংবর্ধনা প্রদানে বিভিন্ন সংগঠন, অভিভাবক, সুদক্ষ নির্বাহী অফিসার ও শিক্ষাবিদ মো. মহিউদ্দিন আল হেলাল প্রগতি যুব ফাউন্ডেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com