টাংগাইলে ধনবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধী মুশুদ্দি ইউনিয়ন একাদশ ২-১গোলে বলিভদ্র ইউনিয়ন একাদশ কে পরাজিত করে শিরোপা জিতেছে মুশুদ্দি ইউনিয়ন একাদশ। তৃনমুল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ধনবাড়ী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে ৭ টি দল অংশগ্রহণ করে। গতকাল বিকেলে পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান বকল ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। ম্যাচের শুরুতেই গোল করে বসেন মুশুদ্দি ইউনিয়ন একাদশ পরে বলিভদ্র ইউনিয়ন একাদশ একাধিকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি দলটি। হাফ টাইমের পরপরি গোল করে বসেন বলিভদ্র ইউনিয়ন একাদশ, খেলা ১-১ সমতায় শুরু হয় তুমুল আক্রমন পালটা আক্রমণ পরবর্তীতে অতিরিক্ত সময়ে বলিভদ্র ইউনিয়ন একাদশ ১ গোল খেয়ে পিছিয়ে পড়েন খেলা শেষে পর্যায়ে মুশুদ্দি ইউনিয়ন একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। এসম উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল,পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম বাবুল, যদুনাথ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ, বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ধনবাড়ী উপজেলার আর টি ও জাকির হোসেন, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার, পল্লি বিদ্যুৎ অফিস এর ডি, জি এম, রফিকুল ইসলাম খান,পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিক আনছার আলী সহ এলাকার সন্মানিত ব্যাক্তি বর্গ। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, টুর্নামেন্টে ক্রীড়া চর্চা উদ্বুদ্ধ হয়ে মাদকাশক্ত ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দুরে রাখতে সাহায্য করে। এছাড়াও এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। কিশোর-কিশোরীদের খেলাধুলায় মনযোগী হওয়ার এ টুর্নামেন্টের মাধ্যমে তৃনমুল পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমানের সুযোগ পাবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকা ভুক্ত রেফারি জহিরুল ইসলাম মিলন। তাকে সহযোগিতা করেন সুজন মাহমুদ ও শিশির আহমেদ। খেরাটির সনচালনায় ছিলেন শামছু উদ্দিন লাকি। ধনবাড়ী উপজেলার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।