শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি রাঙ্গাবালীর চরমোন্তাজ নয়ার চরে এক মৎস্য খামারীর আর্তনাদ রংপুর বিভাগের নব নির্বাচিত ১৬ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৪ জন ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ গ্রামীণ ব্যাংক এরিয়া শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত ভ্যান-ঠেলাগাড়ি দিয়ে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থীরা

নুর হোসেন (দীঘিনালা) খাগড়াছড়ি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

প্রবল বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দীঘিনালা-সাজেক-লংগদু প্রধান সড়কে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা ঠেলাগাড়ি ও ভ্যান গাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। এছাড়াও উপজেলার মেরুং ইউনিয়নের ছোবাহানপুর, চিটাগাংপাড়া, ১নং কলোনি, ৩নং কলোনি এলাকায় নিম্নাঞ্চলের পানি ডুকে পানি বন্ধী হয়ে পড়েছে বহু পরিবার। এদিকে কবাখালী ইউনিয়নের মাইনী ব্রীজ থেকে কবাখালী বাজার পর্যন্ত সাজেক সড়কসপানিতে তলিয়ে যান চলাচল বন্ধ রয়েছ। এমিকে প্লাবিত অঞ্চলের পরিবারগুলোর জন্য উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও প্রবল বর্ষণে উপজেলার ঝুকিপূর্ণ এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এসব ঝুকিপূর্ণ এলাকাগুলোর বসবাসরত পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করা হয়েছে। মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতির আশংকা থাকে। ইতিমধ্যে চার-পাঁচটি এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত অঞ্চলগুলোনও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে আসার মাইকিং করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ জানান, টানা ভারি বৃষ্টির কারণে উপজেলার ঝুকিপূর্ণ এলাকাগুলোতে সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে, এবং ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় দীঘিনালা উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com