বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আংশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ভালুকা উপজেলা যুবদল। বুধবার (১০ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেন ভালুকা উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহঃ সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মোঃ তাজমুল হক মন্ডল দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।