ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারী চাকরিতে ৩০% কোটা পুনঃর্বহালের দাবীতে এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদের এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজারে এ সমাবেশ ও মানববন্ধন করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এবং অন্যান্ন সংগঠনের নেতৃবৃন্দ। নগরকান্দা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন যুদ্ধোকালীন কমান্ডার আলতাফ হোসেন, সাবেক অর্থ সম্পাদক ছিদ্দীক মোল্যা, মুক্তিযোদ্ধা তোতা কাজী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শওকত আলী মোল্যা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল, মশিউর রহমান মিন্টু, মাসুম বিল্লাহসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা এ সময় উপস্তিত ছিলেন। পরে বিশাল একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ। তুমি কে, আমি কে, বাঙালী বাঙালীসহ বিভিন্ন শ্লোগান ব্যানার ও ফেস্টুনে লেখা দেখতে পাওয়া যায়।