মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

লামায় বিএনপির সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের ঘটনায় বান্দরবানের লামা উপজেলা বিএনপির উদ্যোগে অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল করেছে। শনিবার (১০ আগস্ট) ১২টার দিকে লামা উপজেলা পরিষদ চত্ত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে ও লামা পৌর বিএনপির আহবায়ক মোঃ সাইফুদ্দীন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা,উপজেলা,ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ। সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন,লামা উপজেলায় সর্বস্থরের মানুষের জান-মাল ও নিরাপত্তা জোরদার,সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য উপজেলা বিএনপি ও সকল সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দকে আহবান জানান। এর আগে সকাল সাড়ে ১১টায় লামা প্রেস ক্লাব হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা এসময় তিনি কোটা সংস্কারের দাবীতে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com