মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পালন করছে সনাতন ধমের লোকজন নেত্রকোনায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির, আশ্রমের লোকজনছাড়াও সনাতন ধর্মের নারী, পুরুষেরা অংশ নেন। বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন পন্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, ধর্মীয় নেতা নির্মল দাসসহ অন্যরা। বক্তারা বলেন, দেশে সরকার পরিবর্তন হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন নেমে আসে। এবারও দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের টার্গেট করে হামলা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতি করে চলেছে। এসব এই বাংলায় নিরবে আর মেনে নেবেনা হিন্দুরা। অবিলম্বে সংখ্যালঘুদের ওপর চালানো নির্যাতন বন্ধসহ প্রত্যেকটি নির্যাতন,হেনস্তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। নতুবা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com