শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

জামালপুরে স্থানীয় সেবাদানকারীদের মাঝে কৃষি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

আবুল কাশেম জামালপুরঃ
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় জামালপুরে তিন দিনব্যপী স্থানীয় সেবাদানকারীদের মাঝে কৃষি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস কর্মসূচির ফোকাল জাহাঙ্গীর সেলিম। গত ২০ আগস্ট শুরু প্রশিক্ষণের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে সহায়কের দায়িত্ব পালন করেন জামালপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, এসিআই (সীডস) জামালপুর টেরিটরির মার্কেটিং অফিসার মো: মফিজুল ইসলাম। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উন্নয়ন সংঘ সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার (ইকোনোমিক ইনক্লুশন) মো: মজিদুল ইসলাম। প্রশিক্ষণে প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারী (সিএসপি)গণ পরিবার উন্নয়ন পরিকল্পনা ও দলীয় পযায়ে আয়বৃদ্ধিমুলক কাযক্রম বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধমূলক প্রদান করবে। কারিগরি সহায়তা প্রদান করবে। প্রদর্শনী প্লট স্থাপন করবে। মাঠ দিবসের আয়োজন করবে। গুনগত মানসম্পন্ন উপকরণ সহায়তা প্রদান করবে। দলীয় পযায়ে কৃষি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করবে। প্রশিক্ষণে জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সিএসপিরা প্রশিক্ষণে অংশ নেন। উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সিডস কর্মসূচি জামালপুরে গত ছয় বছর যাবৎ বাস্তবায়িত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com