শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

জাজিরায় হত্যা মামলার সাক্ষী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে, এলাকাবাসীর মানববন্ধন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

শরীয়তপুরের জাজিরায় মোঃ জুলফিকার আলী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩আগষ্ট) বিকেলে উপজেলার নাওডোবা ইউনিয়নের সিকদার মার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও গ্রামের নারীশিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ইউপি সদস্য মোঃ জুলফিকার আলীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জলিল গোমস্তার ছেলে ফারুক গোমস্তা, আলাউদ্দিন গোমস্তার ছেলে কাউসার গোমস্তা,সালাম গোমস্তা, ফারুক মাদবরসহ সন্ত্রাসী বাহিনীরা ইউপি সদস্য মোঃ জুলফিকার আলী মুন্সীকে বাজার থেকে বাড়ী যাওয়ার পথে সড়ক রোধ করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করে। তারা বলেন, আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি একজন জনপ্রতিনিধিকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আহত ইউপি সদস্যের স্ত্রী লাবনী আক্তার বলেন, আমার স্বামীর উপরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তির দাবী জানাচ্ছি। আমি বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করি। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে নাওডোবা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর ও ফরহাদ মল্লিককে কুপিয়ে হত্যা করে স্থানীয় জলিল গোমস্তাসহ তাদের সন্ত্রাসী বাহিনী। ঐ হত্যা মামলার সাক্ষী ছিলেন ইউপি সদস্য জুলফিকার আলী। এ নিয়ে মামলার আসামীরা তাকে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছে যাতে সে তাদের বিরুদ্ধে আদালতে সাক্ষী না দেয়। তবে ইউপি সদস্য তাদের হুমকিতে ভয় না পেয়ে ঐ হত্যা মামলার সাক্ষী দেওয়ার কথা বলে। তারই ধারাবাহিতায় গত ৮ আগষ্ট ইউপি সদস্য জুলফিকার আলী ও তার ভাগিনা মোজাম্মেল মাদবর মোটরসাইকেল যোগে নাওডোবা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে দুর্বৃত্তরা মেম্বার মোঃ জুলফিকার আলীকে রাস্তা রোধ করে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করে। এসময় তার ভাগিনা মোজাম্মেল মাদবর বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তারা।
এতে তিনি কিছুটা আহত হন। পরে জুলফিকার আলীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। জুলফিকার আলী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ইউপি সদস্যের ভাই আলমগীর মুন্সী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com