বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী সদর উপজেলার ০৪ নং কাদির হানিফ ইউনিয়নের ১২০ পরিবারের মাঝে কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় গতকাল দিনব্যাপী ইউনিয়নের সিরাজ উদ্দিন পুর জামে মসজিদের সামনে, ছাবিদ মিয়া চেয়ারম্যানের বাড়ির সামনে ও পশ্চিম রাজারামপুর জামে মসজিদের সামনে নগদ অর্থ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে। বিতরণকালে কেয়ার বাংলাদেশ এর হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট একশান এর প্রোগ্রাম কো-অডিনেটের মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র কমিউনিকেশন অফিসার আসাযুজ্জামান ক্যাপ্টেন, স্ট্যাটিজিক কমিউনিকেশন ম্যানেজার প্রিয়তোষ দাশ, ঢাকা আহছানিয়া মিশন এর ফিল্ড কো- অডিনেটর নাসির উদ্দীন মোহাম্মদ সেলিম, ফিল্ড অফিসার এম. ডি সাইদুর রহমান, সুজন মিত্র উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ,বিধবা, প্রতিবন্ধী ও কর্মহীন ১২০ পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ডিগনিটি কিটস টুথব্রাশ ৪টা, টুথপেষ্ট ১টা, ৪টা লাইফবই সাবান, ৪টা ভিম সাবান,২টা স্যানিটারি প্যাড, ১টা নেইল কাটার, ১ টা চিরুনি, ১টা প্যারাসুট তেল প্রদান করা হয়েছে।