সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

দেশে এখনও আওয়ামী প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে: ১২ দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ জাতীয় পার্টির একাংশ প্রায়ত কাজী জাফর গ্রুপের কর্মী সমাবেশে পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোস্তফা জামায় হায়দার প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, দেশে এখনও আওয়ামী প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। আসছে আগামী সনাতন ধর্মালম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজায় আওয়ামী প্রেতাত্মারা যে কোন দুর্ঘটনা ঘটিয়ে অন্তবর্তীকালীন সরকারের মাথায় দোষ চাপানোর গোপন কৌশলে মগ্ন। অন্তবর্তীকালীন সরকারকে সহায়তা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী প্রেতাত্মাদের মোকাবেলা করার জন্য সর্তকতা অবলম্বন করতে হবে। আরো বলেন, বিগত আওয়ামী দু:শাসনে স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রত্যেকটি প্রশাসনিক লেভেল হতে প্রত্যেকটি স্তরে স্তরে দূর্ণীতি করে প্রশাসনের সকল স্তরকে ধ্বংস করে দিয়েছে। এমনকি নিজেরা টিকে থাকার জন্য ১২ দলীয় জোট নেতাদের একাধিক মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের অহংকার গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী তারেক রহমানকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে দেশান্তরী করে ক্ষান্ত হয়নি দেশকে অর্থনৈতিক পঙ্গু করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার জুবায়ের হায়দার, লেবারপার্টির মহাসহিব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা সভাপতি মাষ্টার খালেকুজ্জামান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রফেসর আরিফুর রহমান টুবুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com