শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জলঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

দুর্নীতিবাজ, ভূমিদস্যু, জুলুমবাজ, আওয়ামী সন্ত্রাসী, ভোটচোর ও দীর্ঘদিন হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন এর পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তÍরের জনগন। রবিবার ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁঠালী ইউনিয়নের সর্বসাধারণের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক সহ সহ¯্রাধিক জনগন। মানববন্ধনে বক্তারা তাদের এক দফা দাবি তুলে ধরে বলেন, তুহিন চেয়ারম্যান একজন ভোট চোর। তিনি ভোটের মাধ্যমে কখনো নির্বাচিত হননি। তার এক ভাই ঢাকায় আওয়ামীলীগের বড় পদে থাকেন। তিনি নিজেও জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদে থাকার কারনে নিজের ইচ্ছে মতো প্রশাসনকে মেনেজ করে দিনের ভোট রাতে নিয়েই চেয়ারম্যান নির্বাচিত হয়। এছাড়াও তুহিন চেয়ারম্যান একজন ভূমিদস্যু। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন জনের জমি দখল করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তুহিন চেয়ারম্যানও পরিষদ ছেড়ে পালিয়েছেন। আমরা সাধারণ জনগন এখন সেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা এই মানববন্ধন থেকে ভোট চোর, আওয়ামী লীগের দোষর তুহিন চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com