রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলা এলজিইডির দীর্ঘ ১২ বছরের কর্তব্যরত প্রকৌশলী মো: জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ঠিকাদারী কাজে অনিয়ম, ঘুষ দূর্ণীতি ও সাংবাদিক’দের হত্যার হুমকি’র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে প্রকৌশলীকে চাকুরি থেকে বরখাস্ত সহ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটক চৌড়ঙ্গীর মোড়ে শত,শত ব্যক্তি এ মানবনন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। মানববন্ধন ও মিছিল শেষে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলীপি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন,নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী মো: রিয়াজ উদ্দিন, মিল্টন মাঝি মো: শহীদুল ইসলাম খান, চঞ্চল খান, এছাড়া উক্ত মানববন্ধনে স্মারকলীপি পাঠ করেন ঠিকাদার সরদার সাফায়েত হোসেন শাহীন। বক্তরা পৃথক পৃথক বক্তবে বলেন, বিগত আওয়ামী দুঃশাসনে স্বজনপ্রীতি করে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, ঠিকাদারের সাথে চুক্তিতে কাজ করা, ইজিপিতে টেন্ডার না দিয়ে গোপনে দরপত্র আহ্বান করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, নিজে কমিশন নিয়ে কম কাজ করিয়ে ভুয়া কাগজপত্র তৈরী করে সম্পূর্ণ বিল পরিশোধ করে দেওয়া, এছাড়া নাজিরপুর উপজেলার ৬৪ টি রাস্তার কাজ ফেলে রেখে আংশিক করে ঠিকাদার’দের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সিংহভাগ বিল পরিশোধ করে দিয়েছে। এছাড়া বক্তারা আরো বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে রুমে তালাবদ্ধ করে আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর ছোট ভাই এস. এম. নূরে আলম সিদিদ্দকী শাহীনকে সাংবাদ দিয়ে অফিস রুমে ডেকে সাংবাদিকদের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে। বিভিন্ন অনিয়ম করে ঘুষ দূর্ণীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ করেছে ওই প্রকৌশলী। ঢাকায় কয়েকটি বিলাশবহুল ফ্লাটবাড়ী, প্রাইভেটকার সহ ফরিদপুর জেলা সদরে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এবং স্ত্রী সহ বিভিন্ন আত্মীয় স্বজনদের নামে বে-নামে ব্যাংক একাউন্টে বিপুল পরিমান অর্থ আছেও বলে উল্লেখ করেন। অনতি বিলম্বে তাকে চাকুরি থেকে বরখাস্ত সহ আইনের আওতায় আনার দাবী করেন বিক্ষুব্ধ জনতারা। এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন মিয়া সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমূলক এ মানবন্ধন ও বিক্ষোভ করিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com