মানিকগঞ্জে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃক বাস্তবায়িত ইক্যুইট্যাবল এ্যান্ড ইনক্লুসিভ হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি) প্রকল্পের প্রতিবন্ধিতা বিষয়ক এড্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সিআরপি সেন্টারে অনুষ্ঠিত সভায় ১৬ টি এনজিও’র প্রতিনিধি, ৭ টি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি’র) প্রতিনিধিবৃন্দ এবং মিডিয়া পার্টনার সহ সিআরপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক রহমতুল বারী। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের (নারী এবং প্রতিবন্ধী মেয়েসহ) জন্য ন্যায়সঙ্গত এবং অর্ন্তভুক্তিমূলক স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে তিনি জানান। সিআরপি’র বিভিন্ন কার্যক্রমের উপরে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন সিআরপি মানিকগঞ্জ সেন্টারের ম্যানেজার ও ভিটিআই অধ্যক্ষ জনাব মো: মাহবুবুল ইসলাম। বক্তারা, মানিকগঞ্জ জেলাসহ সারাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রমের বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসময় প্রকল্পের সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করা হয়। অতিথিরা সিআরপির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সমৃদ্ধি কামনা করেন।