আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারিহা তানজিন মহোদয় এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার জনাব মো. বেলায়েত হোসেন মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন মহোদয়। অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন জনাব মো. সালমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব যতীন্দ্র নাথ মিস্ত্রী, জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন লাল্টু, শাহ মোঃ বক্তিয়ার, উপজেলা জামায়াতের আমীর জনাব মো. আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা জনাব সেকেন্দার মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. মাহবুবুর রহমান, সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।