রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

মারা গেছেন জামালউদ্দিন হোসেন

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টেলিভিশন ও মঞ্চনাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল শনিবার বাদ জোহর জামালউদ্দিন হোসেনকে দাফন করা হয়েছে।
জামালউদ্দিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় মেয়ের কাছে ছিলেন। সেখান থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে যান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই অভিনেতা। হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান মূত্রনালী সংক্রমণ। একপর্যায়ে চিকিৎসকেরা এও জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ব্যহত হচ্ছিল বলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তিন সপ্তাহ ধরে তিনি কানাডার ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তবে গত ১৫ বছর তাকে মঞ্চ, টেলিভিশন বা বড়পর্দায় তেমন দেখা যায়নি। এই সময়ে তিনি নিয়মিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যে ছিলেন। দেশে এলে মাঝেমধ্যে নাটকে অভিনয় করতেন। শেষ সাত বছর বলা চলে প্রায় স্থায়ীভাবে তিনি যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে বসবাস শুরু করেন।
জামালউদ্দিন হোসেন ১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে শুরু করেন নিজের নাট্যদল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। তিনি ছিলেন দলটির সাধারণ সম্পাদক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং বেতার টেলিভিশন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন জামালউদ্দিন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’-এর মতো আলোচিত কয়েকটি মঞ্চনাটকের নির্দেশক ছিলেন এই গুনী নাট্যজন।
১৯৪৩ সালের ৮ অক্টোবর ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করে জামালউদ্দিন হোসেন। দেশভাগের সময় পরিবারের সবাই চট্টগ্রামে আসেন। ওখানেই বসবাস শুরু করেন। জামালউদ্দিন হোসেনের স্কুলে কেটেছে চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিড স্কুলে। এরপর চট্টগ্রাম কলেজে এইচএসসি শেষ করে তিনি বুয়েটে ভর্তি হন। বুয়েটের শিক্ষাজীবন শেষে তিনি চট্টগ্রাম স্টিল মিলসে চাকরি শুরু করেন। এরপর আস্তে আস্তে অভিনয়েও ব্যস্ত হয়ে পড়েন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৩ সালে তিনি একুশে পদক লাভ করেন।
১৯৭৫ সালে জামালউদ্দিন হোসেন ও অভিনেত্রী রওশন আরা বিয়ে করেন। তারা দুজনই নাগরিক নাট্য সম্প্রদায়ের শিল্পী ছিলেন, সেখানেই তাদের পরিচয়। জামালউদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, মেয়ে পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। জামালউদ্দিন হোসেনের স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেনের শারীরিক অবস্থাও ভালো নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com