শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থ সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। এ কমিশন গঠনের লক্ষে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শিক্ষা সংলাপের আয়োজন করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। তাছাড়া শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে এনসিটিবির চেয়ারম্যান ও কারিকুলাম বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেন ছাত্রকল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। একেই দাবীতে গত ৯ অক্টোবর বিকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন পোদ্দারের সাথে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে সাক্ষাত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। সাক্ষাত কালে প্রতিনিধি দল উপদেষ্টাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ এবং তাদের যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক
প্রিন্সিপাল নুরে আলম তালুকদার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কমিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা সবাই বলে থাকি শিক্ষা জাতির মেরুদ- তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরী। এজন্য প্রয়োজন একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন। সাক্ষাতকালে প্রতিনিধি দল বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। সাক্ষাতকালে ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক নুরে আলম তালুকদার সংক্ষেপে গত ২৪ বছরে ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্রকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com