বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আইফোনের স্ক্রিনে সবুজ অথবা কমলা রঙের ছোট্ট ছোট্ট ডট হয়ত অনেকেই দেখেছেন। কিন্তু এই বিষয়ে অধিকাংশ মানুষ জানেন না। সহজ ভাষায় বলতে গেলে, কোনও অ্যাপ অথবা সার্ভিস সক্রিয় ভাবে যদি মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে এই ডট গুলো ইন্ডিকেটর হিসেবে সেই বিষয়টাকে শনাক্ত করতে সাহায্য করে। অডিও রেকর্ডারের মতো কোনও অ্যাপ, যা শুধু অন থাকা অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে, তখন আইফোন দেখাবে কমলা রঙের ডট। আবার এমন কোনও অ্যাপ যা অ্যাক্টিভ অবস্থায় ক্যামেরা ব্যবহার করে, তখন ডিসপ্লের একেবারে উপরে সবুজ রঙের ডট দেখা যাবে।
একইভাবে কোনও অ্যাপ মাইক্রোফোন এবং ক্যামেরা উভয়ই ব্যবহার করলে তখন শুধু সবুজ ডট ভেসে ওঠে। আইওএস ১৪ রিলিজের পরে এই ফিচারটিও প্রকাশ্যে এনেছে অ্যাপল। আর এই ফিচার পাওয়া যায় সমস্ত আধুনিক আইপ্যাড এবং ম্যাক বুকে। যেখানে আইপ্যাড ওএস এবং ম্যাকওএস এর লেটেস্ট ভার্সন রয়েছে।
কমলা কিংবা সবুজ ডটের উপস্থিতি ডিজেবল করা সম্ভব নয়। যদিও তার পরিবর্তে ব্যবহারকারী অ্যাক্সেস সীমিত করে দিতে পারবেন। এর জন্য নির্দিষ্ট কিছু অ্যাপে ক্যামেরা অথবা মাইক্রোফোনের অ্যাক্সেস বেঁধে দেওয়া যেতে পারে সেটিংস, প্রাইভেসি এবং সিকিউরিটি মেন্যু থেকে।
ক্যামের আর মাইক্রোফোনের রিয়েল-টাইম অ্যাক্টিভিটি এবং এর ব্যবহার সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দেবে এই ফিচার। ফলে ব্যবহারকারীদেরও অনেক সুবিধা হয়। এর পাশাপাশি এই ফিচারের মাধ্যমে এমন কোনও অবৈধ অ্যাপ শনাক্ত করা সম্ভব, যেগুলো গোপনে ব্যবহারকারীর আইফোনের হার্ডওয়্যার অ্যাক্সেস করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com