বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সারাক্ষণ কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন। এখন সোশ্যাল মিডিয়া শুধু ছবি, স্ট্যাটাস বা ভিডিও পোস্ট করার প্ল্যাটফর্ম নয়। ব্যবসা বা টাকা আয় করার দারুণ এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে এই প্ল্যাটফর্মগুলো এতো বেশি জরুরি, ব্যক্তিগত এবং গোপনীয় হওয়া সত্ত্বেও এর নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদাসীন। বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড নিয়ে মাথা ঘামান না। ফলে খুব সহজেই হ্যাকারের হাতে চলে যায় আপনার অ্যাকাউন্ট।
শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, স্মার্টফোন হোক বা ডেস্কটপ, ল্যাপটপ সব কিছুর নিরাপত্তার জন্যই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু জানেন কি, পাসওয়ার্ড আসলে কেমন হওয়া উচিত? আসুন জেনে নেওয়া যাক- >> যে কোনো ক্ষেত্রেই পাসওয়ার্ড দেবেন একটু জটিল। যেমন—১২৩৪৫, ১১১১, ০০০০, এবিসিডিই এই ধরনের কমন পাসওয়ার্ড দেবেন না।
>> নিজের বা কোনো প্রিয়জনের নামের আদ্যক্ষর শুধু ব্যবহার করে বা জন্মতারিখ কোনো পাসওয়ার্ড দেবেন না।
>> পাসওয়ার্ড দিতে হবে একটু জটিল ধরনের। যেমন ইওউও@যরস১২৩। অর্থাৎ যেখানে ক্যাপিট্যাল ও স্মল লেটার, সাইন, ডিজিট সব মিলিয়ে পাসওয়ার্ড দিতে হবে

>> পাসওয়ার্ড নিয়ম করে এক থেকে তিন মাস অন্তর বদলে নিতে হবে। নতুন পাসওয়ার্ড দেওয়ার সময়েও মাথায় রাখুন আগের পাসওয়ার্ডের লেটার বা ডিজিট একই না-হয়।
>> অনেক সময়ে ই-মেইল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ই-ওয়ালেট অ্যাকাউন্ট এমন বিভিন্ন ক্ষেত্রে একই পাসওয়ার্ড দিয়ে রাখেন অনেকে। এটা করা ঠিক নয়। সেক্ষেত্রে কোনো একটি অ্যাকাউন্ট হ্যাক হলে খুব সহজেই অন্য অ্যাকাউন্টগুলোও হ্যাকারদের টার্গেট হতে পারে।
>> যে সব ক্ষেত্রে পাসওয়ার্ডের সঙ্গে টু-স্টেপ অথেন্টিকেশনের অপশন আছে, সেটা অন রাখুন। এমন ক্ষেত্রে পাসওয়ার্ডের পাশাপাশি অ্যাকাউন্ট খুলতে হলে ওটিপি-ও দরকার হবে। এতে সুরক্ষা বাড়বে।
>> যে ক্ষেত্রে বায়োমেট্রিক পাসওয়ার্ডের অপশন আছে, সেখানে সাধারণ পাসওয়ার্ডের সঙ্গে বায়োমেট্রিক অন করে রাখুন। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা চোখের মণি মিলিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
>> আপনার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতানোর জন্য প্রতারকরা অনেক সময়ে ফিশিং মেলের মাধ্যমে লিঙ্ক পাঠাতে পারে। অচেনা কারো থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করবেন না।
>> আপনার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না।
>> আপনার মানিব্যাগ বা পকেটে কাগজে লিখে অথবা মোবাইলে মেসেজের মধ্যে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড একসঙ্গে রেখে দেবেন না। তাহলে একসঙ্গে সব পাসওয়ার্ড কম্প্রোমাইজড হওয়ার বিপদ হতেও পারে। জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে
সূত্র: গুগল হেল্প




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com