সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ’র নির্দেশে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার এস আই মোঃ রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা এলাকায় রোববার রাত ৭টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে(২৯) ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। যার মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী সুমন মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং০৪তারিখ-০৩/১১/২০২৪ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১, এর। ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে সোমবার (৪ নভেম্বর) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার- এ প্রতিবেদককে জানায়, জগন্নাথপুরে আগামীতেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com