সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

গৌরনদীতে খাল উদ্ধার ক্যাম্পিং

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধারের জন্য ক্যাম্পিং করা হয়েছে। উপজেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও টরকী বন্দর বনিক সমিতি এ ক্যাম্পিংয়ের আয়োজন করেন। রোববার দুপুরে উপজেলার টরকী-নিলখোলা খাল পরিদর্শন করে ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এ সময় গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, মুসফিকুল পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের সদস্য সচিব মশিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ হাসান জানিয়েছেন, উপজেলার টরকী বন্দর সংলগ্ন টরকী-বাশাইল খাল, সাউদের খাল, নিলখোলা খাল, গৌরনদী বাসষ্ট্যান্ডের গয়নাঘাটা খাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ন খাল অবৈধ ভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। এসব খাল দখলের কারনে বিভিন্ন এলাকার ইরি ব্লক বন্ধ হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই প্রশাসনের সহযোগিতায় দখলকৃত খাল উদ্ধারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com