সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিনা লাভে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পেরে ক্রেতারা খুশি

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সবজিসহ নিত্যব্যবহার্য পণ্যের বাজারে চড়া দাম। দামের আগুনে দিশেহারা ক্রেতা সাধারণ। সারাদেশের মতো একই পরিস্থিতি মৌলভীবাজার শ্রীমঙ্গলেও। এমন পরিস্থিতিতে বারবার সামনে আসছে বাজার সিন্ডিকেটের কথা। সেই সিন্ডিকেটের বিপরীতে স্থানীয় সাধারণ ক্রেতাকে স্বস্তি দিতে শ্রীমঙ্গলে ‘বিনা লাভে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টায় শহরের নতুন বাজার (মির্জাপুর বাসস্ট্যান্ড) এলাকায় আনুষ্ঠানিভাবে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধু। এসময় বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, টিটু দাস, মোবারক হোসেন, ভুট্টু মিয়া, কাজী আব্দুল গফুর, আব্দুর রহমান খান পাশা, ভুট্টো মিয়া, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুরু হওয়া নিত্যপণ বিক্রয় কেন্দ্রে ডিমের হালি ৪৫ টাকা, পেয়াজের কেজি ৯২ টাকা, রসুনের কেজি ২০০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৬২ টাকা, মসুরি ডালের কেজি ১০২ টাকা, চালের কেজি ৪৬ টাকা, আলুর কেজি ৫৭ টাকা, প্রতি পিছ লাউ ৪০ টাকা, পেপের কেজি ২৭ টাকা, শসার কেজি ২৫ টাকা, লাল শাকের কেজি ২৫ টাকা, মজার লাচ্চা সেমাই প্রতি পেকেট ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। যা বর্তমান বাজার মূল্যের চেয়ে তুলনামুলক কম। সরজমিনে দেখা গেছে, চালু হওয়া বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচেপড়া ভিড়।মধ্যবিত্তসহ সবধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনছেন। স্বল্প আয়ের মানুষেরা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে মহা খুশি। বিক্রয় কেন্দ্র থেকে নিত্যপণ্য কিনতে আসা রিকশা চালক মমিন মিয়া বলেন, এই বিক্রয় কেন্দ্র থেকে এক হালি ডিম ৪৫ টাকা, চাল ৪৬ টাকা, ডাল ১০২ টাকা, লাউ ৪০ টাকা, পেঁপে ২৪ টাকা দরে কিনতে পেরে মহাখুশি। আলাপকালে ওই রিকশা চালক বলেন, বিনা লাভের দোকান থেকে যে জিনিসগুলি কিনেছি সেগুলো অন্য জায়গা থেকে কিনলে দিগুণ দামে কিনতে হতে। সাবেক মেয়র মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। ক্রেতা জলিল মিয়া, শফাত আলী, জমসেদ খান, অলক কান্তি সেন, বুরহান উদ্দিন এর সাথে আলাপকালে তারা বলেন, বাজারের চেয়ে এখানে চাল, ডাল, পেঁয়াজ, আলু, ডিম, সবজিসহ সকল পণ্যের দাম কম থাকায় সহজেই তারা কিনতে পারছেন। এই বাজারে আসা ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে। বিনা লাভে নিত্যপণ্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে আমি আমার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে আমরা কমদামে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের নিত্যপণ্য কেন্দ্র চালু করা হয়েছে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া আরো বলেন, ‘যতদিন নিত্যপণ্যসহ সবজির কাজার সহনীয় পর্যায়ে না আসবে, বিশেষ করে বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com