শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে রাজধানীর রাজপথে নেতা-কর্মীদের ঢল

ইকবাল হোসেন
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র‌্যালি গতকাল শুক্রবার। এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। এরই মধ্যে নয়াপল্টন এলাকায় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, নয়াপল্টন ও তার আশপাশের এলাকার অলিগলিতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ঢল নেমে ছিল। র‌্যালিতে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খ- খ- মিছিল নিয়ে আসছেন তারা। নয়াপল্টন ও পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে ভিড় করছেন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। যোগ দিচ্ছেন বিভিন্ন স্লোগান। জাতীয় ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করছেন তারা। দেখা গেছে, কামান, ধানক্ষেত, কৃষক ও কমান্ডো সাজে নেতা-কর্মীরা আসছেন।
জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com