সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

তারাকান্দায় পল্লী চিকিৎসকদের পক্ষ থেকে মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জানা গেছে, তারাকান্দা উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর নব গঠিত কমিটির সভাপতি ডাঃ আনোয়ার রশিদ ও সাধারণ সম্পাদক ডাঃ কামরুজ্জামানের নেতৃত্ব শনিবার সকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অস্থায়ী দলিয় কার্যালয়ে গিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার কে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটি আহবায়ক ইকবাল বাহার স্বপন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঁ জাহাঙ্গীর আলম ও সহসাংগঠনিক সম্পাদক আবু তাহের মকবুল প্রমুখ। উল্লেখ্য:- বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ইকবাল বাহার স্বপন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট (৬ নভেম্বর) তারাকান্দা উপজেলা কমিটি ঘোষনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com