দুর্নীতি বিরোধী আইন পাশ, দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত করা অর্থ ফিরিয়ে এনে বিনা সুদে জনসাধারণের মাঝে পুজি হিসেবে বিনিয়োগ করার দাবিতে গণ-অভ্যুত্থান বাংলাদেশ এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুলালাহ নগর ইউনিয়নের নাড়ুয়া ক্লাব মাঠে লুন্ঠিত অর্থ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নেবো শ্লোগানে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাশের দাবীতে জনমত গঠন ও জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী বিশেষ আইনের রূপরেখা গত ১৮ আগষ্ট ঢাকার শাহবাগে গণজমায়েতের মাধ্যমে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস সাহেবের বরাবরে জমা দেয়া হয়েছে। এরপর আইনটি পাশের দাবিতে আগামী ২৫ নভেম্বর,২০২৪ ইং সোমবার ঢাকার শাহবাগে মহাসামবেশের ডাক দেয়া হয়েছে। সেখানে সারা দেশের তৃণমূল পর্যায়ের লক্ষ লক্ষ নারী পুরুষ ছাত্রছাত্রী উপস্থিত হয়ে আইনটি পাশের বিষয়ে সমর্থন জানাবে। সরকার জনগণের আকাঙ্খা ও অভিপ্রায়ে প্রতি সম্মান দেখিয়ে আইনটি পাশ করবেন বলে বক্তারা উল্লেখ করেছেন।