চকরিয়া থানার পুলিশ রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে এম কে মিরাজ(৩৬) সহ ৪ জনকে গ্রেফতার করেছে। মিরাজ চকরিয়া উপজেলার লক্ষারচর ইউনিয়নের মুক্তি যোদ্ধা মরহুম আনোয়ার হোসেন বাঙ্গালীর পুত্র। এসময় পুলিশ টেকনাফ উপজেলার ২নং ওয়ার্ডের আমতলী পাড়ার মৃত আব্দু ছফুরের পুত্র জাহেদুল ইসলাম প্রকাশ মানিক(৩২), পুর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মোং ইলিয়াসের পুত্র মোঃ রাশেদ, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃত এম কে মিরাজের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-১০/২০২৪ খ্রিঃ, ধারা। ১৫(৩) ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪, চকরিয়া থানার মামলা নং-২৯, তাং-১৬/০৮/২৩ইং, ধারা-৩০২/৩৪পেনাল কোড সহ সর্বমোট=৪ (চার)টি মামলা তদন্তাধীন রয়েছে। ও জাহেদুল ইসলাম প্রকাশ মানিকের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং- ১২, তাং- ১০/১০/২০২৪ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ১০ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তদন্তাধীন আছে। মোঃ রাশেদ এর বিরুদ্ধে সিআর পরোয়ানা মূলতবী আছে বলে চকরিয়া থানা পুলিশ। চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের প্রেস ব্রীফিং এর মাধ্যমে আসামী আটকের কথাা স্বীকার করেছেন। এর আগে গত শুক্রবার রাতে কোটি টাকা ঋণ খেলাপীর দায়ে ৬ মাস কারাদ- নিয়ে লুকিয়ে অবস্থান করছিল মিজান। তার বিরোদ্ধে ৭৭ লক্ষাধিক টাকা জরিমানা ও ছয় মাসের কারাদ- দিয়েছে আদালত।