সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

পলাতক শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে-আশাদুল হাবিব দুলু

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

পলাতক খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না। ১৬ বছরের অবৈধ শেখ হাসিনা সরকার কোটি কোটি ডলার বিদেশে পাচার করে দেশকে শূন্য করে রেখেছে। ছিলনা মানুষের জীবনের কোন নিরাপত্তা দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে মানুষের নাবিশ্বাস ছিল কোথাও শান্তি ছিল না ঘুম খুন করে এই অবৈধ শেখ হাসিনা সরকার ইতিহাস গড়েছিল। ১৬ বছর আমরা কোন কথা বলতে পারিনি বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যার নামে একাধিক মামলা ছিলনা। পুলিশের ভয়ে আমরা বাড়িতে থাকতে পারিনি রাতে স্যালো মেশিনের ঘরেও পুলিশ হানা দিয়েছে। বিএনপিকে ধ্বংস করার জন্য গুম খুন মিথ্যা মামলায় জর্জ্যিত করে রেখেছিল কিন্তু বিএনপিকে দমাতে পারেনি বিএনপি আজও আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ কারণ বিএনপি গুম খুন ও মিথ্যা মামলার রাজনীতি করে না। বেগম খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপোষ করে নি বলেই আপোসহীন নেত্রী। বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে ৬ বছর মিথ্যা মামলায় জেলখানায় থেকেও আপোষ করেননি। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে এক আলোচনা সভায় প্রধান অতিরিক্ত বক্তবে কথাগুলি বলেন লালমনিহাট জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির সাংগঠিত সম্পাদক রংপুর বিভাগ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় লালমনিরহাটের স্টেশন রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কার্যালয় চত্বরে হতে রেলি শুরু হয় এবং শহর প্রদক্ষিণ শেষে হামারবাড়ী কার্যালয় এসে শেষ হয়। লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক: একেএম মমিনুল হক-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি: এ্যাড. রফিকুল ইসলাম রফিক, মোঃ রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক: এ্যাড. নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস মোঃ জাহিদ হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক: মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবুল বাশার সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ। বর্তমান উপদেষ্টা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন যত পানি ঘোলা করবেন তত সমস্যার সৃষ্টি হবে। জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com