সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দু’জন আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে ৩০৫ বোতল ফেনসিডিলসহ দু-জনকে আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট ব্রীজের সামনে মহিপুর টু রংপুরগামী পাকা রাস্তার উপর বুধবার বিকালে চেক পোস্ট বসিয়ে গোপন সংবাদে তথ্যমতে শ্যালোমেশিন চালিত পাওয়ার ট্রিলার থামিয়ে তল্লাশির উদ্যোগ নিলে ট্রিলারের থাকা ব্যাক্তিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে পুলিশ আটক করে। পরে আটক দুজনকে জিজ্ঞাসায় পাওয়ার ট্রিলারের ট্রলির মালবাহনকারী পাটাতনের নিচে ট্রেরের ন্যায় বিশেষ কায়দায় তৈরি বক্সে রাখা ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি কাশেম বাজার এলাকার মৃত জোনাব আলীর পুত্র জিয়ারুল ইসলাম(২৫) ও মধ্যম কাদমা এলাকার মিয়াকুল হোসেনের পুত্র হারুন অর রশিদ(২৪)। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, মাদকসহ আটককারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com