বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

যেসব বদভ্যাসে স্মার্টফোনের ক্ষতি হচ্ছে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

স্মার্টফোন সারাক্ষণের সঙ্গী। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে জানেন কি? আপনার কিছু বদভ্যাসের কারণেই স্মার্টফোনের ক্ষতি হচ্ছে। ছোট ছোট ভুলের কারণেই দামি স্মার্টফোনের ক্ষতি হচ্ছে। এত দরকারি ডিভাইসটিকে যতটা সম্ভব যতেœ রাখা উচিত। যাতে নতুনের মতো থাকে। কারণ নতুন ফোন কেনা সবসময় সম্ভব নয়। চলুন জেনে নিন সেগুলো কী কী-
রাতভর স্মার্টফোন চার্জিং
অনেকেই ফোন চার্জে বসিয়ে শুতে যান। রাতভর চার্জ হতে থাকে। এতে ব্যাটারির উপর অত্যধিক চাপ পড়ে। ব্যাটারি অকালে নষ্ট হয়ে যায়। অনেক ইউজার আবার কোম্পানির ব্যাটারি সিকিউরিটি সেটিংসও মানেন না। সাধারণত ফুল চার্জ হয়ে গেলে বা ফুল চার্জের কাছাকাছি পৌঁছালেই আনপ্লাগ করা উচিত। এছাড়া ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগেই চার্জে বসাতে হয়। এতে ব্যাটারি ভালো থাকে।
স্ক্রিনে কিছু পড়লে পরনের জামা বা টি শার্টে ঘষে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এতে লাভের লাভ কিছু হয় না। বরং ধুলো, ময়লা স্ক্রিনেই লেপ্টে যেতে পারে। এমনকি ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকে। টেক বিশেষজ্ঞরা, ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোছামুছির জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেন। এতে স্ক্র্যাচ পড়ার স্মভবনা থাকে না, ময়লা উঠে আসে, ফোন দীর্ঘসময়ের জন্য নতুন দেখায়।
সমুদ্রের পানিতে স্মার্টফোন নেবেন না
ইদানীং বেশিরভাগ ফোনই ডাস্ট এবং ওয়াটার প্রুফ। ফোন নির্মাতা সংস্থাগুলিও ফলাও করে ওচ৬৮ রেটিংয়ের বিজ্ঞাপন দেয়। কিন্তু অনেকেই জানেন না এটা সমুদ্রের জলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সমুদ্রের পানিতে লবণ এবং খনিজ পদার্থ থাকে। এগুলো ফোনের চার্জিং পোর্টের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। সুতরাং যতই ওচ৬৮ রেটিং থাকুক, সি বিচে গেলে ফোন ব্যবহার না করাই ভালো।
ইউভি-কিউরড টেম্পারড গ্লাস
দামি ফোন যতেœ রাখতে গিয়ে উল্টো বিপত্তিও হয়। তার সবচেয়ে বড় উদাহরণ ইউভি-কিউরড টেম্পারড গ্লাস। অনেকেই ব্যবহার করেন। ফোনের স্ক্রিনের উপর আঠা দিয়ে এই গ্লাস লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আঠা যদি ইয়ারপিস, স্পিকার বা বাটনে ঢুকে যায়, তাহলে মুশকিল।
কমদামি কভার
কথায় বলে সস্তার তিন অবস্থা। ফোন কভারের ক্ষেত্রে এটা আরও ভালো বোঝা যায়। ধুলা, ময়লা আটকানোর জন্যই কভার। কিন্তু কমদামি কভারে অনায়াসে বাসা বাঁধে যত রাজ্যের ধুলা। এমনকি স্ক্র্যাচও পড়ে। লাভ কিছুই হয় না, উল্টে ক্ষতি হয়। তাই ফোন ভালো রাখতে চাইলে সস্তা কভার এড়ানোই ভালো। সূত্র: গ্যাজেট ৩৬০




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com