সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

কাফনের কাপড় পড়ে মানববন্ধন ৭২ ঘন্টার আল্টিমেটাম

গাজীপুর অফিস
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

গাজীপুরে অবৈধভাবে জমির নামজারী দেয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের বিদায়ী সহকারী কমিশনার ভূমি ও কাশিমপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৪৮টি পরিবারের সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রসস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর কাছে স্বারক লিপি প্রদান করেছেন ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা। ভুক্তভোগীরা জানায়, কাশিমপুর এলাকার ৪৮ পরিবারের সদস্যরা এস এ ও আর এস রেকর্ডিয় মালিক। জাল-জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের কৃত দেওয়ানী মোকদ্দমায় আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ ইং সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোতে জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ০৯ বছর যাবৎ ওই ৪৮ পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারীর আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা। অথচ মিস মোকদ্দমা চলমান সত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বানু বেগম, মঞ্জুর হোসেন, খুশি বেগম, মাজেদা বেগম, সামেলা বেগম, রেহানা আক্তার, ইসমাইল হোসেন ও শিক্ষার্থী উর্মি আক্তার প্রমূখ। এ বিষয়ে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান বলেন, আমি এক সপ্তাহ আগে এসেছি। জেনে ব্যবস্থা নিব। এব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো কায়সার খসরু জানান, ভুক্তভোগীদের আবেদন পেয়েছি। কাগজপত্র যাচাই বাচাই শেষে ন্যায় বিচারের আশ্বাস দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com