মুন্সিগঞ্জের গজারিয়ায় আলোচিত সাব্বির হোসেন নামের এক এসএসসি পরিক্ষার্থীর হাত থেকে কব্জি বিছিন্ন করার ঘটনায় মানববন্ধন করেছে উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজন। প্রত্যক্ষদর্শী সিপা আক্তার সন্ত্রাসী কায়দায় নিশংসভাবে আমার চোখের সামনে আমার ভাইদের হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেন। এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানাচ্ছি। এ সময় আরো বক্তব্য প্রধান করেন আহত সাব্বিরের মা শান্তি বেগম,ফুফু মিনয়ারা, বোন সাজদা আক্তারসহ অন্যরা। সোমবার ১৮ই নভেম্বর বেলা ১২ সময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সন্ত্রাসী কায়দায় হামলাকারীদের বিচার এবং গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গত: সীমানা বিরোধের জেড়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিপক্ষের হামলায় সাব্বির(১৭) নামে এক কিশোরের বাম হাতের কব্জির বৃদ্ধা আঙুলসহ তালুর অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহতের বড় ভাই সাইদার(৩৩) বাঁধা দিতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে এতে তার শরীলের ভিন্ন জায়গায় ৬৩টি শেলাই করতে হয়। এছাড়াও এক নারীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী সাব্বির এর বাবা শাহজালাল মিয়া।