শিগগিরই আসছে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৬। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই অবমুক্ত করা হবে হালনাগাদের এই অপারেটিং সিস্টেমকে। তবে নতুন নতুন ফিচার ও ডিজাইনেও কিছু পরিবর্তন আসবে।
এদিকে আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে অ্যানড্রয়েড অথরিটি। সেই অনুযায়ী, পরবর্তী অ্যানড্রয়েড ভার্সনে এক ট্যাপেই ওয়াইফাই বা ব্লুটুথ চালু করতে পারবেন ইউজার। ঝামেলাটা পাকিয়েছিল অ্যানড্রয়েড ১২-তে। সেবার ডিজাইনে বদল আনতে গিয়ে ওয়াইফাই আর মোবাইল ডেটাকে একই টাইলে জুড়ে দিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছিল গুগল। অ্যানড্রয়েড ১৫-এর আপডেটেড ভার্সন এখনও ব্যাপকভাবে ফোনে চালু হয়নি। বিশেষ করে স্যামসং বা নামীদামি ব্র্যান্ডের ফোনে। কিন্তু যতটুকু এসেছে, তাতে মনে হচ্ছে, পুরনো অভ্যাস ছেড়ে বেরতে পারেনি গুগল। সেই একই জিনিস দেখা যাচ্ছে। ২০২৫ সালের শুরুর দিকে লেটেস্ট ভার্সন রোল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে নয়। ফলে আপাতত এখন ইউজারদের এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। সুরাহা মিলছে না এখনই। এখন অ্যানড্রয়েড ১৬-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউজাররা। কবে আসবে, কবে ওয়াইফাই চালুর জটিল প্রক্রিয়া জলবত তরলং হবে, এখন সেটাই দেখার অপেক্ষা।