রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে যেভাবে ঐকবদ্ধ ছিলাম, সেভাবে আগামী জাতীয় নির্বাচনে যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ৫ আগষ্টের চেতনাকে বুকে ধারন করে ঐকবদ্ধ নির্বাচন করতে পারি তাহলে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু এদেশে নিশ্চিত হবে। তিনি (শনিবার) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ দল হিসেবে গণতান্ত্রিক নয়, তারা ফ্যাসিস্ট। গণতন্ত্রের সাথে আওয়ামীলীগের যায় না। জনগনই সিদ্ধান্ত নিবে তারা নির্বাচনে যাবে কি যাবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে এদেশের মানুষ রাজনীতি করতে দিবে কিনা সেটা মানুষই সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, ৫ আগষ্টে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে নানা ধরনের সরষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তিনি এখন যেখানে আছেন সেটা ষড়যন্ত্রীতের জায়গা। তিনি দেশ থেকে চলে যাওয়ার পর এ দেশের তার লুকিয়ে থাকা দোসররা অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করার আহবান জানান তিনি। কর্মী সম্মেলনে মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান সহ জামায়েত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com