বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) ভবিষ্যতে জানমালের নিরাপত্তা চেয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগে গণমাধ্যমকর্মী এহসান বিন মুজাহির উল্লেখ করেন, ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় নিউজ সংগ্রহের কাজে তিনি নিজের মোটরসাইকেল যোগে শহরে কালিঘাট রোড থেকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-হ-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকেল নিয়ে তাকে পেছন দিক থেকে তাড়া করে প্রাণনাশের হুমকি এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এ অবস্থায় ওই অজ্ঞাত দুর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এহসান বিন মুজাহির চরম আতঙ্কগ্রস্ত হয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) প্রতিবেদককে মুঠোফোনে বলেন, গতকাল নিউজ সংগ্রহকালে কালিঘাট চা-বাগান এলাকায় অজ্ঞাত এক দুর্বৃত্তের হামলা চেষ্টায় আমি জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কারণ বাসা থেকে প্রতিনিয়ত আমার কর্মস্থল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আসা-যাওয়া করতে হয়। আবার গণমাধ্যমের কর্মরত থাকার কারণেও জেলার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহের জন্য যেতে হয়। যেকোনো স্থানে যাতায়াতের পথে সময়-সুযোগমতো একা পেলে দুর্বৃত্তরা আক্রমণ করে মারপিট ও খুন-জখম করতে পারে বলেও আশঙ্কা করছি। তাই জানমালের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করি। লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগে উল্লেখিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার নামে তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার থেকে আবেদন করে বের করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে এহসান বিন মুজাহিরের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ বাসার মূল গেইটে বাইরে থেকে কে বা কারা তালা মেরে চলে যায়। এ অবস্থায় তার পুরো পরিবার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে তিনি শহর থেকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করেন। এ ঘটনায় এহসান বিন মুজাহির তৎকালীন সময়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন। এরপর পুলিশ কয়েকজন মাদকসেবী ও বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com