রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

‘নয়া মানুষ’ কপি সিনেমা নয়: রওনক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের দর্শকদের জন্য প্রস্তুত এক নয়া সিনেমা। আগামী ৬ ডিসেম্বর সেটি ‍মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। সিনেমাটি প্রসঙ্গে একবাক্যে তিনি দাবি করছেন, এটি কপি সিনেমা নয়, সম্পূর্ণ বাংলাদেশের সিনেমা। সিনেমার নাম ‘নয়া মানুষ’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে জাগো নিউজের সঙ্গে কথা বলেন অভিনেতা রওনক হাসান। ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। এত পরিশ্রম, এত কষ্ট সত্যি আমরা করেছিলাম? মনে হলেই গা ছমছম করে।’ ২০২২ সালের অক্টোবর মাসে নয়া মানুষের দৃশ্যধারণের কাজ শুরু হয়। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তা-বে শুটিংসেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়। বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল তাদের। পরে গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের শুরু করেন তারা, যা শেষ হয় চলতি বছরের এপ্রিলে।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। ছবিটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তরুণ এই নির্মাতার। ছবিতে চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনা তুলে ধরেছেন তিনি। ছবি প্রসঙ্গে সোহেল রানা বয়াতি জাগো নিউজকে বলেন, ‘“নয়া মানুষ” বানভাসি মানুষের গল্প। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে ছবিটা বানিয়েছি। নিজের প্রথম সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী।’অভিনেতা হিসেবে এই সিনেমাকে কীভাবে মূল্যায়ন করবেন? জানতে চাইলে রওনক হাসান বলেন, ‘এটা খাঁটি বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। আমাদের দেশে কয়েক ধরনের সিনেমা হয়। আমরা যেগুলোকে কপি সিনেমা বা ফর্মুলা সিনেমা বলি, হলিউড-বলিউড থেকে ধার করা সিনেমা বলি। “নয়া মানুষ” কপি সিনেমা নয় বা উল্লেখিত কোনো ধরণের সিনেমাই নয়। “নয়া মানুষ” বাংলাদেশের নদীমাতৃক গল্প, মানুষের গল্প।’ এই সিনেমা নিয়ে কী প্রত্যাশা, জানতে চাইলে রওনক বলেন, ‘আমরা অভিনয় করি দর্শকের প্রশংসা ও তাদের আনন্দ দেওয়ার জন্য। আমার সবাই মিলে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি। মানুষ হলে গিয়ে দেখলে আমাদের ভালো লাগবে, মানুষের চোখকেও ছবিটা আরাম দেবে।’ ‘নয়া মানুষ’ সিনেমায় আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com