বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

বোরহানউদ্দিনে বিডি ক্লিনের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

সোহেল মাহমুদ (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় এ পরিস্কার অভিযানের উদ্বোধন করা হয়। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, টবগী ও কাচিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শাহবাজপুর খাল বোরহানগঞ্জ বাজারে আশপাশের প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান, বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল ও ভোলা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, ব্রাকসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অংশগ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, বোরহানউদ্দিনের গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছনন্ন রাখতে খালের আসেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি তাদের প্রতি আহবান জানান, খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে। তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে বোরহানউদ্দিনের পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগকে সাধুবাদ জানাই, আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন বোরহানউদ্দিন পাবো। খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনকারী বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে বলেন, আজ আমাদের সংগঠনের ১৬০ কর্মী সরাসরি অংশ নিয়ে খাল পরিচ্ছন্ন করছে। আমি সবাইকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ। বোরহানউদ্দিন উপজেলায় কৃষি অফিসার গোবিন্দ মন্ডল বলেন, এই খালের জলাবদ্ধতার কারণে ২৫৫ একর জমিতে কৃষি হয় না ৬ বছর যাবত। কৃষকরা যেন পরিপূর্ণ আবাদ করতে পারেন সে জন্য আজকে আমাদের এ অভিযান। উপজেলা প্রশাসন এবার যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল করে না ফেলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com