কুড়িগ্রামের উলিপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম, বিএনপি’র উপজেলা সভাপতি হায়দার আলী মিঞা, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মশিউর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির কাজল, ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী এরিক আল সামিদ, রাকিব হাসান, শহীদ আবু রায়হানের পিতা আব্দুর রশিদ, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দু:খ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়তে পারি। স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।