পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ২০২৪ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের সু-দক্ষ অধ্যক্ষ নাহিদা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন গড়ার ক্ষেত্রে অধ্যবসায়ের মাধ্যমে সু-শিক্ষা লাভ করে ভবিষ্যৎ জীবন, পরিবার, দেশ ও বিশ^ নাগরিক হয়ে মানব কল্যানে দেশের মর্যাদা অক্ষুন্ন রাখবে। শিক্ষা জীবনে লক্ষ্য থাকবে একজন ভালো মানুষ হওয়ার। শনিবার সকাল ৯ টায় বিদায় অনুষ্ঠানে স্কুলের সভাপতি ও সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের পরিবেশ ও ব্যবস্থা সহ সহযোগিতার জন্য শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, স্কুল প্রতিষ্ঠাতা সদস্য হিসাব রক্ষণ কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মেহেদী হাসান চৌধুরী, সিনিয়র শিক্ষক রাজিয়া সুলতানা সহ সকল শিক্ষক-শিক্ষিকা সার্বিক সহযোগিতা করেন। বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল ও শিক্ষা উপকরণ প্রদান করে স্কুল অধ্যক্ষ উপজেলা নির্বাহী অফিসারের সুযোগ্য সহধর্মীনি নাহিদা আক্তার।