নীলফামারীর ডোমারে সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি একাডেমীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্তদের সনদ পত্র ও পুরস্কার প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০নভেম্বর) সকাল ১১টায় ডোমার থানা সংলগ্ন ফুলকুঁড়ি একাডেমী চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি কফিবর রহমান। শিক্ষার্থী অথই মানি ও বোরহান ইসলাম মুজাহিদের উপস্থাপনায় ফুলকুঁড়ি একাডেমীর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন, শিক্ষক রওশন নাহার মিলি, সৈয়দা আজিজা শিরিন, মাজেদা খাতুন, কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সদস্য নজরুল ইসলাম, মিজানুর রহমান, অভিভাবক ওম প্রকাশ রায়, বৃষ্টি মানি প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী বৃষ্টি মানি, আরিয়ানা সাঈদ রোজ সহ অনেক তারা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুভুতি ব্যক্ত করেন। বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভ করে, বিগত ১৭বছর যাবত সুনাম ও সফলতার সাথে বাংলা, অংক, ইংরেজীর পাশাপাশী ধর্মীয় শিক্ষা পাঠদানে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত মোধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ও পুরস্কার বিতরণ করা হয়।