খুলনার কয়রায় স্হানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রযোগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাবিবুর রহমান।সেমিনারে মুল প্রবন্ধ উপস্হাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, মোঃ সাদেকুল আজম।এসময় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ-আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক জি এম মাওলা বক্স, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দীন আহমেদ, সাংবাদিক গোলাম রব্বানী প্রমুখ। সেমিনারে ৬টি স্টলের মধ্যে দিয়ে প্রদর্শন করা হয় প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ভাবে উদ্ভাবিত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ও তার ব্যবহার। আলোচনা শেষে সংশ্লিষ্ট সকলেই স্টল গুলো ঘুরে দেখেন।