রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

রংপুরে অর্থনৈতিক শুমারীর ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

আয়নাল হক স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” শ্লোগান সামনে রেখে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারির উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। অদ্য ১লা ডিসেম্বর ২০২৪ইং রবিবার সকাল ৯ঘটিকায় রংপুরের ঘাঘট কমিউনিটি সেন্টারে হলরুমে রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) রাজিব ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে কাউনিয়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের শাহ্ নেওয়াজ শুভ, সহ রংপুর জেলার ৮ উপজেলার উপজেলা সমন্বয়কারী, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার। দিন ব্যপী প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন নতুন বাংলাদেশ বিনির্মানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই আপনাদের তথ্য যেন নির্ভুল হয় এমনটাই আশা করি। বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন ডিসেম্বরে ২০২৪ সালে ৪র্থ অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হবে। শুমারী প্রধানত তিন ধরনের হয়ে থাকে জন, কৃষি ও অর্থনৈতিকশুমারী। যার মূল উদ্দেশ্য হলো অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মান সম্মত পরিসংখ্যান প্রণয়ন করা। অর্থনৈতিক শুমারী পূর্বে এটি আমরা কাগজে তথ্য সংগ্রহ করেছিলাম এবারে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য নেয়া হবে। রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) রাজিব ঘোষ এর সভাপতিত্বের বক্তব্য বলেন অর্থনৈতিক শুমারীর মূল শুমারিতে দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ডসম্পন্ন খানা ও প্রতিষ্ঠানসমূহ হতে আগামী ১০ডিসেম্বর থেকে ২৬ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। ডিজিটাল ট্যাবের মাধ্যমে ২৫টি প্রশ্নের তথ্য নেয়া হবে। যা প্রশ্ন ও মোট ৭০টি তথ্য সংগ্রহ করা হবে তাই সহজে কম সময়ে আমরা প্রতিবেদন প্রকাশ করতে পারব। সকল সমন্বয়কারী, জেনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের ৩দিন প্রশিক্ষণ নিয়ে তথ্যগণনা কারীদের প্রশিক্ষণ দিতে হবে তাই আপনাদের ভূমিকা পালনে সর্বত্র সহযোগী কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলার ৫৩ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিতিতে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণ শেষ হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তথ্য সুত্রে জানা যায় আগামী ৪ ডিসেম্বর অর্থনৈতিক শুমারীর মালামাল সংগ্রহ করে ৫ ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হবে এবং মূল শুমারী কাল ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২৪ইং পর্যন্ত হবে বলে জানা যায়। এই শুমারী কাল সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহোযোগিতা করার আহব্বান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com