পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে আবারও মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার আহবায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আলমগীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খান রবি, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম বাদল প্রমুখ। বক্তারা এসময় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১১ সেক্টরের কমান্ড ছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা করেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেন এবং নেতৃত্ব দেন। এদেশ সকল ধর্মের মানুষের। তাই সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ রক্ষা করতে হবে। বাংলাদেশ গঠনে মহান মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম একথা ভুলে গেলে চলবে না। সভা পরিচালনা করেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার সদস্য ইমরান আহমেদ সজিব।