বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান নেপাল জুলাই-আগস্ট গণহত্যা: আমু, কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের শাসকগোষ্ঠী দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না : নাহিদ ইসলাম মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী শীতকালীন সবজি চাষে ব্যস্ত লালমনিরহাটের কৃষকরা নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ ২১শে আগস্ট মামলার ফরমায়েশি তদন্ত করে পুরস্কার পেয়েছিলেন কাহ্‌হার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বস্তায় আদা চাষে ঝুঁকছে ভালুকার কৃষকরা

সাখাওয়াত হোসেন সুমন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আদা একটি উদ্ভিদ মূল, যা মানুষের মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। মসলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। বর্তমানে আদা চাষ বাণিজ্যিকভাবে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের ভালুকায় ইউটিউব দেখে বাড়ির পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী কৃষক সিদ্দিক। বাড়ির পাশে খালি জমিতে খুব সীমিত খরচে আর অল্প শ্রমে চাষ করা সম্ভব এবং খরচের তুলনায় দ্বিগুণের বেশি লাভ। তাঁর এমন চাষ দেখে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। আদা চাষি সিদ্দিক জানান, প্রথমে তিনি ইউটিউব দেখে আদা চাষে আগ্রহী হয়ে উঠেন। এরপর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শুরু করেন চাষ। প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি প্রস্তুত করেন। পরীক্ষামূলক এক কাঠা জমিতে ২০০টি বস্তায় মাটি ভরাট করে টবের মতো করেন তিনি। পরে প্রতিটি বস্তায় ৩-৪টি করে আদার বীজ রোপণ করেন। প্রথমবারের মতো তারা আদা চাষে এই পদ্ধতি ব্যবহার করে সফলতার স্বপ্ন দেখছেন। তিনি আরও জানান বস্তায় আদা চাষে প্রতি শতাংশে তার খরচ হয়েছে সাত হাজার টাকা আর বিক্রির আশা চল্লিশ হাজার টাকার বেশি। তাঁর এমন চাষ দেখে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। স্থানীয় কৃষক আবু বকর জানান, সিদ্দিকের সাফল্য দেখে আমরাও বস্তায় আদা চাষ করতে আগ্রহী হয়েছি যদি সরকারি ভাবে আমাদের সহায়তা করা হয় তাহলে বানিজ্যিক ভাবে আদা চাষ শুরু করবো। উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, ভালুকা উপজেলায় একান্ন হাজার বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বস্তায় আদা চাষ লাভজনক ফসল। সারা বছর যেন আদা চাষ করা যায় সেজন্য কৃষি অফিস থেকে প্রশিক্ষণ সহ পরামর্শ দেয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com