বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০ ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী শিল্প খাত; গ্যাসের দাম দেড়গুণ বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার কাজল ও লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মামুন নিজ বাংলোতে টর্চারসেল, ওসি বরখাস্ত কেন ট্রুডোর উত্তরসূরি হিসেবে যাদের নাম আসছে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান ফারুকের হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বের হবেন খালেদা জিয়া টিউলিপের চীন সফর বাতিল, পিছু ছাড়ছে না ব্রিটিশ মিডিয়া

আইরিশদের ধবলধোলাই করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। আজ সোমবার তৃতীয় ওয়ানডেতে আইরিশি নারীদের মুখোমুখি হয়েছে ধবলধোলাই করার লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে গেছে টাইগ্রেসরা। মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে শেষ বলে অলআউট হাওয়া আয়ারল্যান্ড নারী দলকে আটকে দিয়েছে মাত্র ১৮৫ রানে। ব্যাট করতে নামা আইরিশদের শুরুতেই ধাক্কা দেন সুলতানা। ৫ রান করা সারাহ ফরবেসকে ফেরান তিনি। তবে ওয়ানডাউনে নামা অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক গ্যাবি লুইস। তবে রানে গতি ছিল না মোটেও।
বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হাঁসফাঁস করেছে আইরিশরা। ২০তম ওভারে এসে হান্টারকে ফেরান রাবেয়া। আইরিশদের রান তখন মোটে ৫৭। আর ৪০ বলে ২৩ রান করেন হান্টার। তবে তখনো হাল ছাড়েননি লুইস। ওরলা প্রেন্ডারগাস্টের সাথে ৪০ জুটি গড়ে তুলেন তিনি। জুটি শক্ত করার পথে অর্ধশতক তুলে নেন আইরিশ অধিনায়ক। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি, ফাহিমার শিকার হয়ে ফেরার আগে করেন ৭৯ বলে ৫২ রান করেন।
লুইসের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আইরিশরা। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। লেয়াহ পল ৯, প্রেন্ডারগাস্ট ২৭ ও উনা রেমন্ড-হোয়ি ৬ রান করে বিদায় নেন। মাঝে ৬৪ বলে ৩৩ রান যোগ করেন কেলি ও আলানা। ২৮ বলে ১৮ রান করেন কেলি, ৪৪ বলে ১৯ রান করেন আলানা। শেষ দিকে মুরারি ৯ বলে করেন ১৩ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ৩, সুলতানা এবং নাহিদা ২টি করে উইকেট শিকার করেন। একটা করে উইকেট নেন রাবেয়া ও স্বর্ণা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com