বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে উপজেলা হল রুমে আজ মঙ্গলবার দুপুর ২টায় মাঠ পর্যায়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি)নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ)মন্টু ঘোষ এর সঞ্চালনায় উক্ত মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: শামীন খাঁন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আরজুমান্দ বানু, শাহ আলম, মাহমুদ রেজা,সোনা মিয়া,গোলাম মোস্তফা,কেএম জাহিদুল ইসলাম প্রমুখ। সিএইচসিপিদের অনলাইন রিপোর্টিং এ ভুলত্রুটি ও তার সমাধান কল্পে বিষদ আলোচনা রাখেন পরিসংখ্যানবিদ মোঃ আনিছুর রহমান। মাসিক মিটিং শেষে শিবগঞ্জের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিনকে সিএইচসিপিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএইচসিপি এসোসিয়েশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছানোয়ার আলম, সুলতান মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল কাদের, শাহাজাহান আলী, মোকসেদ আলী, আজিজার রহমান, রাশেদুজ্জামান রাঙ্গা, মাহফুজার রহমান, মিলন, লিটন, সুব্রত কুমার সরকার, ইয়াসিন আলী, মেহেদী হাসান, তাজুল ইসলাম, ফাতেমাতুজ জোহরা, সেলিনা বেগম, শামিমা খাতুন, সনি আক্তারসহ উপজেলার কর্মরত সকল সিএইচসিপি বৃন্দ।